spot_img

মুশফিক ও শান্তর জোড়া সেঞ্চুরিতে প্রথমদিন রাঙিয়েছে বাংলাদেশ

অবশ্যই পরুন

গল টেস্টে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। তবে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরিতে প্রথমদিন রাঙিয়েছে টাইগাররা। তিন উইকেট হারিয়ে প্রথমদিনে ২৯২ রান তুলেছে বাংলাদেশ। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে মুশফিক ও শান্ত পঞ্চম উইকেটে ২৪৭ রানের জুটি গড়েছেন। প্রথমদিন শেষে মুশফিক ১০৫ রানে এবং টাইগার অধিনায়ক ১৩৬ রানে অপরাজিত রয়েছেন।

মঙ্গলবার (১৭ জুন) টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১০ খেলে খালি হাতে আউট হয়েছেন এনামুল হক বিজয়। এদিন ইনিংস লম্বা করতে পারেননি সাদমান ইসলামও। ৫৩ বলে ১৪ রান করে ক্যাচ আউট হন এই বাঁহাতি ওপেনার।

তবে মুমিনুল হককে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত। তবে ইনিংস বড় করতে পারেননি মুমিনুল। ৩৩ বলে ২৯ রান করেন এই অভিজ্ঞ ব্যাটার।

এরপর পঞ্চম উইকেটে শান্তকে যোগ্য সঙ্গ দেন মুশফিকুর রহিম। দুজনের জুটিতে প্রথম সেশনে ৩ উইকেটে ৯০ রান তুলতে পারে বাংলাদেশ। দ্বিতীয় সেশনে ফিফটি তুলে নেন এই দুই ব্যাটার।

নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে সেঞ্চুরির কাছে পৌঁছে যায় দুইজনই। তবে ২০২ বলে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন শান্ত। সেই সঙ্গে বড় সংগ্রহের পথে ছুটতে থাকে বাংলাদেশ। অপর প্রান্ত থেকে ব্যাট চালিয়ে ১৭৬ বলে টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে নেন মুশফিক। শান্ত ও মুশফিকের ২৪৭ রানের জুটিতে ভর করে প্রথমদিনে ২৯২ রান তুলেছে বাংলাদেশ।

সর্বশেষ সংবাদ

টিসিবির কার্ড ছাড়াও কম মূল্যে মিলবে তেল, চিনি ও ডাল

নিম্নআয়ের স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের পাশাপাশি এবার সাধারণ ভোক্তারাও ভর্তুকিমূল্যে টিসিবির পণ্য কিনতে পারবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ট্রেডিং কর্পোরেশন...

এই বিভাগের অন্যান্য সংবাদ