spot_img

ইসরায়েলের মোসাদ কার্যালয়ে ইরানের হামলা

অবশ্যই পরুন

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা তেল আবিবে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি প্রধান কেন্দ্র লক্ষ্য করে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) ভোরে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের এয়ারোস্পেস ইউনিট একটি ‘কার্যকর ও সফল অভিযান’ পরিচালনা করেছে। ওই অভিযানে মোসাদের পরিকল্পনা পরিচালনাকেন্দ্র ও ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা ‘আমান’ (AMAN)-এর কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘উন্নত প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও, মোসাদ ও আমানের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আমাদের হামলা সঠিকভাবে আঘাত হেনেছে। এই কেন্দ্রগুলো থেকেই ইরানি নেতাদের হত্যার ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিকল্পনা করা হতো। এখন সেই কেন্দ্র আগুনে জ্বলছে।’

আইআরজিসি আরও জানায়, ১৩ জুন থেকে ইসরায়েলি আগ্রাসনের জবাবে তারা ধারাবাহিকভাবে একাধিক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘ইসরায়েলের উসকানিমূলক ও বিনা কারণে চালানো আক্রমণ, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনা—সেই হামলায় শহীদ হয়েছেন আমাদের শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ মানুষ, যাদের মধ্যে ৪৫ জন নারী ও শিশুও রয়েছে।’

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৫, আহত অনেক

নোয়াখালীর হাতিয়ায় চর দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন ৫ জন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।...

এই বিভাগের অন্যান্য সংবাদ