spot_img

খামেনির পরিণতি সাদ্দামের মতো হতে পারে, হুমকি ইসরায়েলের

অবশ্যই পরুন

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে বর্তমান অবস্থান অব্যাহত রাখলে তার পরিণতি হতে পারে ইরাকের সাবেক নেতা সাদ্দাম হোসেনের মতো।

মঙ্গলবার এক বিবৃতিতে কাটজ বলেন, ‘স্মরণ করুন, ইরানের পার্শ্ববর্তী দেশের এক স্বৈরশাসকের কী পরিণতি হয়েছিল, যখন সে ইসরায়েলের বিরুদ্ধে এমন পথ বেছে নিয়েছিল।’

এই মন্তব্যের সূত্রে রয়টার্স জানায়, ইসরায়েল স্পষ্টভাবে ইঙ্গিত করছে, খামেনিকে সাদ্দামের ভাগ্যবরণ করতে হতে পারে।

সাদ্দাম হোসেন মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হন—যার মধ্যে ছিল ইচ্ছাকৃত হত্যা, অবৈধ কারাবন্দি, জবরদস্তিমূলক নির্বাসন ও নির্যাতন। ২০০৬ সালের ডিসেম্বর মাসে ইরাকের আদালত তার মৃত্যুদণ্ড বহাল রাখে এবং পরবর্তীতে তাকে ফাঁসি দেওয়া হয়। তার সৎ ভাই (একজন গোয়েন্দা কর্মকর্তা) এবং ইরাকের সাবেক প্রধান বিচারপতিকেও একই সাজা দেওয়া হয়।

এই হুমকির মধ্যে একটি চাঞ্চল্যকর তথ্যও উঠে এসেছে। বার্তা সংস্থা এএফপি জানায়, এক মার্কিন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পর্যায়ে ইসরায়েলকে খামেনিকে হত্যার পরিকল্পনা থেকে বিরত রাখেন।

তবে এই বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একেবারে কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দেননি। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এই বিষয়ে মন্তব্য করব না,’ যা বিশ্লেষকদের কাছে সম্ভাব্য ইঙ্গিত হিসেবেই ধরা পড়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সর্বশেষ সংবাদ

বিশ্বজুড়ে বক্স অফিসে সবচেয়ে আয় করা তারকা স্কারলেট জোহানসন

অ্যাভেঞ্জার্স অ্যান্ড ডাইনোসর—এই কম্বিনেশনই হয়তো যথেষ্ট! ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’-এর ব্যাপক বক্স অফিস সাফল্যের পর, সিনেমাটির প্রধান অভিনেত্রী স্কারলেট জোহানসন...

এই বিভাগের অন্যান্য সংবাদ