spot_img

জরুরি ভিত্তিতে তেহরান খালি করতে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

অবশ্যই পরুন

ইরানিদের তাদের রাজধানী শহর তেহরান ছেড়ে যাওয়ার জন্য হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (১৬ জুন) ট্রুথ সোশ্যালের এক পোস্টে তিনি একথা বলেন।

ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের মধ্যে ট্রাম্প কেন এমন কথা বললেন সেটি স্পষ্ট নয়। তবে ইসরায়েল শহরটিতে বড় ধরনের হামলা করতে পারে এটি তার ইঙ্গিত হতে পারে।

তিনি বিবৃতিতে বলেছেন, ‘ইরানের পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করা উচিত ছিল। আমি তাদের চুক্তি স্বাক্ষর করতে বলেছিলাম। এটি লজ্জাজনক বিষয় আর মানুষের জীবনের অপচয়। সাধাণভাবে বলছি: ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। আমি এটি বারবার বলেছি। সবাই জরুরি ভিত্তিতে তেহরান খালি করে দিন।

এদিকে, গত শুক্রবার থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা ভয়াবহ রূপ নিয়েছে। ইসরায়েল ইরানে একের পর এক বিমান হামলা চালাচ্ছে। জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।

সর্বশেষ সংবাদ

ভোটকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনও উন্নতি ঘটেনি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে, শিগগিরই এর...

এই বিভাগের অন্যান্য সংবাদ