spot_img

ইসরায়েল-ইরান সংঘাত কয়েক ঘণ্টার মধ্যে শান্ত হবে—আশাবাদ ম্যাকরনের

অবশ্যই পরুন

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত আগামী কয়েক ঘণ্টার মধ্যে শান্ত হবে বলে আশা প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন। রোববার (১৫ জুন) গ্রিনল্যান্ড সফরে সময় ইরান-ইসরায়েল চলমান সংঘাত নিয়ে একথা ফরাসি প্রেসিডেন্ট। খবর আল-জাজিরার।

তিনি বলেন, আশা করি, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি শান্ত হবে এবং আলোচনার একটি পথ খুলবে।

ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, আলোচনার মাধ্যমে ইরানের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি ও আঞ্চলিক অস্থিরতা কমিয়ে আনা সম্ভব হবে। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত কানাডায় চলমান জি৭ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

প্লাস্টিক সার্জারি নিয়ে কেট উইন্সলেটের কঠোর সমালোচনা

হলিউড তারকা অভিনেত্রীদের প্লাস্টিক সার্জারির ওপর অতিমাত্রায় নির্ভরশীলতার কঠোর সমালোচনা করেছেন অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া...

এই বিভাগের অন্যান্য সংবাদ