spot_img

আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার চেষ্টা করতে পারে ইসরায়েল

অবশ্যই পরুন

ইসরায়েলের একটি রাজনৈতিক সূত্র জানিয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যাচ্ছে না। তবে এটি অনেক কিছুর উপর নির্ভর করবে।

রোববার (১৫ জুন) ওয়ালস্ট্রিট জার্নালের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

দেশটির এক কর্মকর্তা বলেন, খামেনিকে হত্যা করা ইসরায়েলের সীমার বাইরে নয়। কারণ আমরা ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলির ওপর হামলা চালিয়ে যাচ্ছি। ইরান স্বেচ্ছায় তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করলে এই যুদ্ধ শেষ হবে।

উল্লেখ্য, গত দুই দিনে ইরানের ৪০টির বেশি সামরিক স্থাপনায় ৭০টি বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ অন্তত ৮০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পরমানু বিজ্ঞানী, সেনা, আইআরজিসি প্রধান, অ্যারোস্পেস বাহিনীর প্রধান এবং বিমানবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন।

ওই হামলার প্রতিশোধস্বরূপ ইরানও কয়েক দফায় পাল্টা হামলা চালিয়েছে। এতে দেশটির সাতজন সৈণ্যসহ বেশকয়েকজন নিহত হয়। সবশেষ গতকাল শনিবার দিবাগত রাতে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। রাতভর চালানো এ হামলায় এখন পর্যন্ত ৭ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক।

সর্বশেষ সংবাদ

আশঙ্কা করছি, হাদির মতো এ রকম ঘটনা আরও ঘটতে পারে: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ যখন একটা নতুন অধ্যায়ের দিকে একটা নতুন সূর্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ