spot_img

ইরান-ইসরায়েল সংঘাত; মোদি-নেতানিয়াহুর ফোনালাপ

অবশ্যই পরুন

ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় হামলার জেরে গতকাল রাতে তেলআবিবে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এতে ৪০ জনের বেশি ইসরায়েলি নাগরিক আহতের পাশাপাশি প্রাণহানি হয়েছে একজনের। দুই দেশের সংঘাতের মাঝেই ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন বেনিয়ামিন নেতানিয়াহু।

নেতানিয়াহুর অফিস জানায়, ভারতের পাশাপাশি তিনি জার্মান চ্যান্সেলর, ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন। এছাড়া শিগগিরই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও কথা বলবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে নরেদ্র মোদি বলেন, নেতানিয়াহু ফোন করেছিলেন। তিনি (নেতানিয়াহু) সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। এই ইস্যুতে আমার উদ্বেগের কথা জানিয়েছি এবং দ্রুত পশ্চিম এশিয়াতে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছি।

এর আগে, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পর গভীর উদ্বেগের কথা জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে দুই দেশকেই উত্তেজনাকর পদক্ষেপ এড়িয়ে চলারও আহ্বান জানানো হয়।

সর্বশেষ সংবাদ

ঢাকার সঙ্গে দিল্লির উত্তেজনার কারণ শেখ হাসিনা, নিউইয়র্কে প্রধান উপদেষ্টা

গত বছরের ছাত্র-জনতার আন্দোলনকে ভারত পছন্দ করেনি। ফলে ঢাকার ও নয়াদিল্লির সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। ভারতীয় মিডিয়ায় ‘ভুয়া’ প্রতিবেদন...

এই বিভাগের অন্যান্য সংবাদ