spot_img

যে কোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান: আমীর খসরু

অবশ্যই পরুন

যে কোনো সময় দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান; এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ শুক্রবার (১৩ জুন) লন্ডনের স্থানীয় সময় যুক্তরাজ্যে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ও তারেক রহমানের বহুল আলোচিত বৈঠকটি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। গুরুত্বপূর্ণ এই বৈঠক নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু মাহমুদ চৌধুরী এই কথা বলেন।

বৈঠক শেষে দেশে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারের পরিকল্পনা প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, এটিতো পরিষ্কার, এখানে না বুঝার কোনো কারণ নেই। সংস্কার নিয়ে ড. ইউনূস সাহেব এবং তারেক রহমান সাহেব; আমরা সবাই একই কথা বলেছি।

তিনি আরও বলেন, যে বিষয়গুলোতে ঐক্যমত হবে, সেই বিষয়গুলতেইতো সংস্কার হবে। সংস্কারের বিষয়তো একটা চলমান প্রক্রিয়া। এটা এমন না যে সব সংস্কার এখনই শেষ হয়ে যাবে। দেশে সংস্কার হবে যেখানে ঐকমত হবে। আর নির্বাচনের পরও সংস্কার অব্যাহত থাকবে। কারণ আমরা যে দেশকে গড়ার প্রত্যয় নিয়েছি। সেখানে সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে। সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ব্যাপারে আলোচনা করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। তারেক রহমান সাহেব যখন ইচ্ছা তিনি দেশে ফিরে যেতে পারবেন।

সুতরাং এটার সিদ্ধান্ত তিনি নেবেন। সময় মতো তিনি সিদ্ধান্ত নেবেন বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা নিয়ন্ত্রণ ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে দলগুলো একমত

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধনে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। তবে কী আইন বা নীতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ