spot_img

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থামাবে না ইরান, ট্রাম্পের চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান খামেনির

অবশ্যই পরুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দেয়া পরমাণু চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সেই সঙ্গে প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেছেন, তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করবে না।

নতুন পরমাণু চুক্তির লক্ষ্যে চলমান আলোচনার ধারাবাহিকতায় গত শনিবার (৩১ মে) ইরানকে পরমাণু চুক্তির লিখিত প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। প্রস্তাবে ট্রাম্প প্রশাসনের প্রধান দাবি, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে। যে দাবি শুরু থেকেই নাকচ করে আসছে তেহরান।

মার্কিন পরমাণু চুক্তির প্রস্তাবের প্রতিক্রিয়ায় সেই বিষয়টাই আরও একবার স্পষ্ট করলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। বুধবার (৪ জুন) ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির স্মরণানুষ্ঠানে এক ভাষণে তিনি বলেন, মার্কিন পরমাণু প্রস্তাব আমাদের জাতির আত্মনির্ভরশীলতার বিশ্বাস ও সক্ষমতা নীতির সাথে সাংঘর্ষিক।

খামেনি আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি ইরানের জ্বালানি স্বাধীনতা অর্জনের মূল চাবিকাঠি। স্বাধীনতা মানে আমেরিকা ও আমেরিকার মতো দেশগুলোর কাছ থেকে সবুজ সংকেতের জন্য অপেক্ষা না করা। তিনি আরও বলেন, ‘মার্কিন প্রস্তাব ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আদর্শের সম্পূর্ণ বিরোধী।

এর আগে ইরানের সাথে আলোচনায় আমেরিকান প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার বিরোধিতা করছেন এবং এটিকে “লাল রেখা” বলে অভিহিত করেছেন।

সর্বশেষ সংবাদ

মায়ামিতে ম্যাচ খেলতে বার্সেলোনাকে অনুমতি দিল লা লিগা

স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) চলতি মৌসুমে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে একটি লা লিগা ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছে। বার্সেলোনা এবং ভিয়ারিয়ালের...

এই বিভাগের অন্যান্য সংবাদ