spot_img

ইসরায়েলের মিসাইল বিক্রির স্বপ্ন ফিকে করে দিলো স্পেন

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের রাফায়েল কোম্পানির কাছ থেকে ৩২৫ মিলিয়ন ডলারের মিসাইল ক্রয়ের আদেশ বাতিল করেছে স্পেন। ইউরোপের দেশটি দখলদারদের ওপর গত কয়েক মাস ধরেই অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে আসছে। সঙ্গে দখলদারদের কাছ থেকে তারাও অস্ত্র কেনার আদেশ বাতিল করছে।

মঙ্গলবার (৩ মে) স্প্যানিশ মিডিয়া আরা ডেইলি প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জানিয়েছে, স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েলের রাফায়েল থেকে ট্যাংক বিধ্বংসী মিসাইল না কেনার সিদ্ধান্ত নিয়েছে। যেগুলো মূল্য ৩২৫ মিলিয়ন ডলার।

২০২৩ সালের ৩ অক্টোবর ইসরায়েলের সঙ্গে ট্যাংক বিধ্বংসী মিসাইল কেনার চুক্তি করেছিল স্পেন। এর চারদিন পর দখলদারদের বিভিন্ন অবৈধ স্থাপনায় হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর দুই পক্ষের মধ্যে শুরু হয় যুদ্ধ।

ইসরায়েলি রাফায়েল জানিয়েছে, স্পেন সরকারের চুক্তি বাতিলের ব্যাপারে তারা অবহিত নয়। তবে গত এপ্রিলেও ইসরায়েল থেকে ১৫ মিলিয়ন গুলি কেনার চুক্তি বাতিল করে মাদ্রিদ।

স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস কয়েকদিন আগে সাংবাদিকদের বলেন, ইসরায়েলের সঙ্গে সহযোগিতামূলক চুক্তি তাৎক্ষণিকভাবে বাতিল করতে তারা ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানাবেন। এছাড়া দখলদারদের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপে মিত্র দেশগুলোকে অনুরোধ জানাবেন।

২০২৪ সালের মে মাসে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় স্পেন। এছাড়া গত মাসে ইসরায়েলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আগে থেকেই স্বাধীন ফিলিস্তিনের পক্ষে কথা বলায় স্পেনের সঙ্গে দখলদারদের খারাপ সম্পর্ক চলছে।

সূত্র: আল-মায়াদিন

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা নিয়ন্ত্রণ ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে দলগুলো একমত

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধনে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। তবে কী আইন বা নীতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ