২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২ জুন) দুপুরে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে পূর্ব-ধারণকৃত বাজেট বক্তৃতার মাধ্যমে বাজেট উপস্থাপন করেন তিনি।
বাজেটে প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্সের ওপর ২.৫ শতাংশ প্রণোদনা অপরিবর্তিত রাখা হয়েছে।
২০২৪–২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে বরখাস্তকৃত সরকার ১ হাজার ১৪০ কোটি টাকা বরাদ্দ করেছিল। তবে ২০২৫–২৬ প্রস্তাবিত বাজেটে তা কমিয়ে ৮৫৫ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে।