spot_img

বিএনপির প্রত্যাশা— প্রধান উপদেষ্টা নিরপেক্ষ থাকবেন

অবশ্যই পরুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের প্রতীক, আশা করি তিনি রাগের বশে কোনও সিদ্ধান্ত নেবেন না, নিরপেক্ষ থাকবেন।

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপ শুরুর দিনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের পর বিএনপির এ নেতা এসব কথা বলেন।

সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। তাতে ২৮টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেয়। এর মধ্যে সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল যোগ দেয়।

সালাউদ্দিন আহমদ বলেছেন, সংস্কার প্রসঙ্গে দ্বিতীয় পর্বের আলোচনা হয়েছে। আন্তরিকতার সাথে আলাপ-আলোচনা করেছি। সংস্কার কমিশনের বিস্তারিত প্রতিবেদনে আমরা বিস্তারিত মতামত দিয়েছি। অনেক বিষয়ে একমত হয়েছি।

সংবিধান সংশোধন ছাড়া ঐকমত্য হওয়া বাকি বিষয়ে এক মাসের মধ্যে অধ্যাদেশ জারি করে ডিসেম্বরে মধ্যে নির্বাচন দেয়া সম্ভব বলে মত দেন বিএনপির এ নেতা। তার মতে, নির্বাচনের আগে যেগুলো সংস্কার করা উচিত, সেগুলো আগে সংস্কার করতে হবে। ডিসেম্বরের পরে নির্বাচন হওয়ার কোনও কারণ নেই।

সর্বশেষ সংবাদ

২-১ সপ্তাহে পাওয়ার হিটিং শেখা সম্ভব নয়: জুলিয়ান উড

পাওয়ার হিটিং একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া—এটি এক বা দুই সপ্তাহের মধ্যে আয়ত্ত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ