spot_img

আফগান সরকারের মনোনীত রাষ্ট্রদূতকে গ্রহণ করলো রাশিয়া

অবশ্যই পরুন

মস্কোতে নিযুক্তের জন্য তালেবান সরকারের মনোনীত রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে রশিয়া। রোববার (১ জুন) এক বিবৃতিতে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এর মধ্য দিয়ে নিষেধাজ্ঞায় থাকা দুই দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক আরও উন্নতির দিকে এগিয়ে যাবে। খবর রয়টার্স

এপ্রিল মাসে তালেবানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় রাশিয়া। তালেবানকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে দুই দশক আগে নিষেধাজ্ঞা আরোপ করেছিল মস্কো। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার ফলে আফগানিস্তানের নেতৃত্বের সঙ্গে ক্রেমলিনের সম্পর্কের পথ তৈরি হলো।

২০২১ সালে মার্কিন বাহিনীকে হটিয়ে ক্ষমতা দখল করে নেয়ার পর তালেবান সরকারকে এখন পর্যন্ত চীন ছাড়া কোনো দেশই স্বীকৃতি দেয়নি।

তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী আমির খান মুত্তাকি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘রাষ্ট্রদূত নিয়োগের মধ্য দিয়ে আশা করছি উভয় দেশের মধ্যে একাধিক ক্ষেত্রে সম্পর্ক বৃদ্ধির নতুন ধাপ তৈরি হবে।’

এর আগে ২০২৩ সালে প্রথম দেশ হিসেবে চীন তালেবানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাষ্ট্রদূত নিয়োগের প্রস্তাব গ্রহণ করে। পরবর্তীতে অন্যান্য দেশও চীনের পথ অনুসরণ করে। চলতি সপ্তাহে পাকিস্তানও তালেবানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দেয়।

কূটনৈতিকরা বলছেন, আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র প্রধানের কাছে একজন বিদেশী রাষ্ট্রদূত হিসেবে পরিচয় প্রদানের অর্থ তালেবান সরকারকে স্বীকৃতির দিকে নিয়ে যাওয়া।

সর্বশেষ সংবাদ

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে ব্যর্থ হলে ভারতের ওপর ২৫%...

এই বিভাগের অন্যান্য সংবাদ