spot_img

রাশিয়ায় চলন্ত ট্রেনের ওপর ভেঙ্গে পড়লো সেতু

অবশ্যই পরুন

রাশিয়া ইউক্রেন সীমান্তের কাছে একটি হাইওয়ে সেতু ধসে রেললাইনের ওপর পড়ে অন্তত ৭ জন নিহত হয়েছে বলে দেশটির জরুরি সেবা সংস্থাগুলো নিশ্চিত করেছে। ব্রিয়ানস্ক অঞ্চলে এই ঘটনায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বেশ কয়েকটি ভারী ট্রাক এবং একটি চলন্ত যাত্রীবাহী ট্রেন। আহত হয়েছে ৩১ জন। রোববার (১ জুন) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

রাশিয়ার রেলওয়ে কর্তৃপক্ষ দাবি করেছে, ‘পরিবহন কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপের ফলাফল’ হিসাবে সেতুটি ধসে পড়েছে।

এদিকে, ব্রিয়ানস্কের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ নিহতের সংখ্যা নিশ্চিত করে বলেন, দু’জন গুরুতর আহত হয়েছে—যাদের মধ্যে একটি শিশুও রয়েছে।

ট্রেনের যাত্রীদের উদ্ধারে ইতোমধ্যে ফায়ার ও রেসকিউ ইউনিট মোতায়েন করা হয়েছে। রাতে কাজের জন্য অতিরিক্ত উদ্ধারকর্মী এবং বিশেষ সরঞ্জাম পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় আহতদের ব্রিয়ানস্ক অঞ্চলের চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়েছে। এছাড়াও যাত্রীদের কাছাকাছি একটি স্টেশনে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। ব্রিয়ানস্ক থেকে মস্কো যাওয়ার জন্য একটি বিশেষ রিজার্ভ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

ঘটনাস্থল ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে। রাশিয়ার আন্ত: আঞ্চলিক পরিবহন প্রসিকিউটর অফিস ঘটনাটির তদন্ত শুরু করেছে।

সর্বশেষ সংবাদ

সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে: জাতিসংঘ মহাসচিব

আমাদের সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস। ১১ জুলাই স্রেব্রেনিৎসা গণহত্যা...

এই বিভাগের অন্যান্য সংবাদ