spot_img

সৌদি পৌঁছেছেন ৭৪ হাজারের বেশি হজযাত্রী, ১২ জনের মৃত্যু

অবশ্যই পরুন

এখন পর্যন্ত ৭৪ হাজার তিনশত ১৬ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে বাংলাদেশ ছেড়ে গেছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ বৃহস্পতিবার (২৯ মে) সকালে রাজধানীর আশকোনা হজক্যাম্পে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, বাকি হজযাত্রীরা আগামী ১ জুনের মধ্যে পৌঁছাবেন। এছাড়াও, এখন পর্যন্ত হজে গিয়ে ১২ জন মারা গেছেন। হাসপাতালে ভর্তি আছেন ৩৬ জন মুসল্লি। হজ ব্যবস্থাপনার সব কিছু ঠিকঠাক চলছে বলে জানান তিনি।

এ বছর ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি হজযাত্রী নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজে যেতে নিবন্ধন করেছেন।

জানা গেছে, আগামী ৩১ মে শেষ হবে প্রাক হজ ফ্লাইট। আর হজের আনুষ্ঠানিকতা শেষে ১০ জুন শুরু হবে ফিরতি ফ্লাইট।

সর্বশেষ সংবাদ

স্বৈরতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টায় নির্বাচন নিয়ে টালবাহানা: দুদু

নির্বাচন নিয়ে যারা টালবাহানা করছে তারা স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বৃহস্পতিবার (১৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ