spot_img

জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

অবশ্যই পরুন

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লিগের সভাপতি তারো আসো বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বুধবার (২৮ মে) টোকিওর ইম্পেরিয়াল হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এদিন বেলা সোয়া ১১টায় এবং জাপান সময় দুপুর সোয়া ২টায় প্রধান উপদেষ্টা সেদেশে পৌঁছান।

এর আগে মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

সফরে টোকিওতে অনুষ্ঠিত নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ সংবাদ

শত্রুরা মুসলিমদের মধ্যে বিভাজন চায়, কিন্তু ইরান ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান ও ইসলামাবাদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ইতিবাচক এবং উভয় দেশের বার্ষিক বাণিজ্য ১০ বিলিয়ন...

এই বিভাগের অন্যান্য সংবাদ