spot_img

ঢাকা-টাঙ্গাইল রোডে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানীর ঘটনায় গ্রেফতার ৩

অবশ্যই পরুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানীর মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিষয়ে এখনও কোনো তথ্য জানায়নি পুলিশ। সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

গত মঙ্গলবার রাতে ঢাকা থেকে রংপুরগামী আল ইমরান পরিবহনের একটি বাসে ডাকাতি হয়। এলেঙ্গা পার হওয়ার পরপরই যাত্রীবেশে থাকা ডাকাতরা চালক-হেলপার ও যাত্রীদের চোখ, মুখ, হাত-পা বেঁধে টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী লুট করে। বাসে থাকা নারী যাত্রীদের সাথে অশোভন আচরণও করে ডাকাতদলের সদস্যরা।

পরে বাসটি ঘুরিয়ে আবারও নিয়ে আসা হয় সাভারের আশুলিয়ায়। রাতভর কয়েকদফা একই রুটে বাসটি নিয়ে যাওয়া-আসা করে ডাকাতদল। ভোরের দিকে টাঙ্গাইলের শিবপুর এলাকায় বাসটি রেখে পালিয়ে যায় তারা। এ ঘটনায় সদর থানায় ডাকাতি ও শ্লীলতাহানির মামলা হয়।

সর্বশেষ সংবাদ

নির্বাচনের সময় রাতে এআই অপব্যবহারের শঙ্কা প্রকাশ সিইসির

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন আশঙ্কা প্রকাশ করে বলেছেন, নির্বাচনের সময় বিশেষ করে রাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই)...

এই বিভাগের অন্যান্য সংবাদ