spot_img

গাজা যুদ্ধ বন্ধের দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল ইসরায়েল

অবশ্যই পরুন

গাজা উপত্যকায় চলমান যুদ্ধের অবসান ও জিম্মি মুক্তির দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল ইসরায়েল। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।

শনিবার (২৪ মে) স্থানীয়দের পাশাপাশি রাজধানী তেলআবিবের প্রধান সড়কে জড়ো হন জিম্মি ইসরায়েলি নাগরিকদের পরিবার। এ সময় সরকার বিরোধী স্লোগান দেন হাজারও মানুষ।

বিক্ষোভকারীদের অভিযোগ, শুধু রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই হামলা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময়, গাজায় যুদ্ধ বন্ধ ছাড়া জিম্মিদের উদ্ধার সম্ভব নয় উল্লেখ করে, স্বজনদের জন্য উদ্বেগ প্রকাশ করেন আন্দোলনকারীরা। সেইসাথে, আগ্রাসন বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ প্রয়োগের আহ্বানও জানায় জিম্মিদের পরিবার।

ইসরায়েলি সূত্র অনুযায়ী, বিভিন্ন সময় হওয়া যুদ্ধবিরতি চুক্তিসহ অন্যান্য সমঝোতার পর হামাসের হাতে এখনও বন্দী অন্তত ৫৮ জিম্মি। এদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ জীবিত বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টাকে যেসব দাবি জানিয়ে এলেন মান্না-সেলিম-সাকীরা

নির্বাচন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মানবিক করিডর ইস্যুসহ উদ্ভূত সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে খোলামেলা আলাপ করেছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ