spot_img

ইশরাকের বিরুদ্ধে রিট খারিজের পর চেম্বার আদালতের দ্বারস্থ রিটকারি

অবশ্যই পরুন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৫ মে) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, সারাদেশে কোরবানির পশুর হাট, চামড়া সংগ্রহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, হাটে যেন পশু চিকিৎসা সেবা থাকে তা নিশ্চিত করা হবে, এবং কোনো পশু যাতে রাস্তায় রাখা না হয় সে বিষয়েও কড়াকড়ি থাকবে।

তিনি আরও জানান, ২০২৬ সাল থেকে কোরবানির পশুর হাটে হাসিল সর্বোচ্চ ৩ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হবে। বর্তমানে হাট পরিচালনায় কোনো অতিরিক্ত ব্যয় যেন না হয় এবং খুচরা বিক্রেতারা ক্ষতিগ্রস্ত না হন—তা নিশ্চিত করতে আগেভাগেই এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।

এ বছর ঢাকায় ২০টি কোরবানির পশুর হাট বসবে, যা সবকটি মহাসড়কের বাইরে স্থাপন করা হবে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করবে দুই সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা বাহিনী। উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, ঢাকায় কোনো অবৈধ পশুর হাট বসতে দেওয়া হবে না। হাটের নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও ইঙ্গিত পাওয়া গেছে।

বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে পরিষ্কার করতে হবে।’ এই কাজ যাতে নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হয়, সেজন্য সিটি করপোরেশনকে পূর্ব প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এছাড়া, ঈদের ছুটিতে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ঘরমুখো মানুষের নিরাপত্তা, হাটে ভিড় ও মলম পার্টি নিয়ন্ত্রণে বিশেষ নজরদারির কথাও বলেন তিনি।

একই সঙ্গে তিনি সরকারি কর্মচারী আইনের সংশোধন নিয়ে মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘২০১৮ সালে আওয়ামী লীগ সরকার নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য সরকারি কর্মচারী আইন সংশোধন করেছিল। এখন অন্তর্বর্তী সরকার আবারও এই আইন পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে। তবে, সরকার মনে করলে পরিবর্তন করতে পারে, আর কর্মচারীদের কোনো পরামর্শ থাকলে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টাকে যেসব দাবি জানিয়ে এলেন মান্না-সেলিম-সাকীরা

নির্বাচন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মানবিক করিডর ইস্যুসহ উদ্ভূত সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে খোলামেলা আলাপ করেছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ