মুস্তাফিজুর রহমান আগের দুই ম্যাচের মতোই বোলিংয়ে ধারাবাহিক ছিলেন দিল্লির হয়ে। এই বাঁহাতি পেসার একাই শিকার করেছেন তিন উইকেট। এমন বোলিংয়ে বাংলাদেশের হয়ে আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারিও বনে গেছেন মুস্তাফিজ। এই বাঁহাতি পেসার আলো ছড়ালেও দলের বাকি বোলাররা সুবিধা করতে পারেননি। তাতে দুইশ ছাড়ানো সংগ্রহ পায় পাঞ্জাব।
শনিবার (২৪ মে) জয়পুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করেছে পাঞ্জাব। যদিও ৩ বল বাকি থাকতেই ৬ উইকেটের সহজ জয় তুলে নেয় দিল্লি।
এই ম্যাচে দিল্লির হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেছেন শ্রেয়াস আইয়ার। দিল্লির হয়ে ৩৩ রানে ৩ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ।
বল হাতে দিল্লিকে ভালো শুরু এনে দেন মুস্তাফিজ। ইনিংসের দ্বিতীয় ওভারে আক্রমণে এসেই ব্রেকথ্রু দেন এই বাঁহাতি পেসার। নিজের প্রথম ওভারের পঞ্চম বলটা অফ স্টাম্পের ওপর খানিকটা খাটো লেংথে করেছিলেন ফিজ। সেখানে পুল করতে গিয়ে ভুল করেন প্রিয়াংশু। বল সোজা উপরে উঠে যায়। সহজেই বল গ্লাভসবন্দি করেন উইকেটকিপার ট্রিস্টান স্টাবস।
নিজের দ্বিতীয় ওভারে অবশ্য খানিকটা খরুচে ছিলেন মুস্তাফিজ। ১৪ রান খরচ করেন তিনি। তবে ডেথ ওভারে বোলিংয়ে ফিরে আবারো জ্বলে ওঠেন এই পেসার।
১৬তম ওভারে নিজেদের দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসেও উইকেট পেয়েছেন। চতুর্থ বলে উইকেটের পেছনে ধরা পড়েন শশাঙ্ক সিং। এরপর ইনিংসের শেষ ওভারে ফিরে মার্কো জানসেনকে আউট করেছেন মুস্তাফিজ। সবমিলিয়ে ৩৩ রানে ৩ উইকেট পেয়েছেন তিনি।