spot_img

গরমে কখন গোসল করা উচিত জানালেন চিকিৎসকরা

অবশ্যই পরুন

গ্রীষ্মের এই তীব্র গরমে নাজেহাল জনজীবন। বাসা-বাড়িতে বসে বসেও শরীর থেকে ঘাম ঝরতে থাকে। শরীর ও মন ঠান্ডা রাখার জন্য খাদ্যতালিকায় মনোযোগ দেয়া হয়। পাশাপাশি কিছুক্ষণ পর পরই গোসল করার অভ্যাস আমাদের। বারবার গোসল করার ফলে অবশ্য ভালো লাগে।

গরমে কতক্ষণ ধরে গোসল করবেন

গরমের সময় বারবার ঠান্ডা পানি দিয়ে গোসল করার প্রচলন সেই প্রাচীন সময় থেকে। কিন্তু গরমে এমনটা কি ঠিক? সম্প্রতি এ ব্যাপারে ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিএলকে ম্যাক্স হাসপাতালের সহযোগী পরিচালক-নিউরোলজিস্ট ডা. বিনীত বঙ্হ। তিনি জানিয়েছেন, গরমের সময় অল্প সময়ের মধ্যে গোসল শেষ করা উচিত। কেননা, তাপপ্রবাহের সময় পানি তাড়াতাড়ি গরম হয়। এ সময় পানিতে দীর্ঘ সময় থাকলে ডিহাইড্রেশন বাড়ে।

এ ডাক্তার জানিয়েছেন, ডিহাইড্রেশন ক্লান্তি ও হিট স্ট্রোকসহ গুরুতর জটিল পরিস্থিতি তৈরি করতে পারে। আবার কম পানিতে গোসল করলে পানি সংরক্ষণ করাও সম্ভব হয়। পাশাপাশি ত্বকের জ্বালা আটকানো সহজ হয়। কেননা, গরম পানি ত্বকের প্রাকৃতিক তেলের ভাণ্ডার ভেদ করতে পারে। এ কারণে ত্বক শুকনো হয়। ত্বকে ফুসকুড়ির মতো সংবেদনশীলতা বাড়তে থাকে।

গরমে কখন গোসল করা উচিত

 চিকিৎসকদের মতে ঘরের তাপমাত্রার পানিতে ৫ থেকে ১০ মিনিটের মতো গোসল করতে পারেন। সূর্যের তাপ যখন তীব্র, তখন গোসল না করাই ভালো। কেননা, শরীরের তাপমাত্রা এ কারণে অনিয়ন্ত্রিত হয়ে যায়। শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রিত রাখার জন্য বেলা ১১টার বা সন্ধ্যার দিকে  গোসল করার জন্য পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা।

সর্বশেষ সংবাদ

জেলেনস্কির পর হোয়াইট হাউসে নাস্তানাবুদ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পর এবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে নাজেহাল হলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ