spot_img

যশ-নুসরাতের সম্পর্কে ভাঙনের গুঞ্জন!

অবশ্যই পরুন

এবার কি তবে বাস্তবেও যশ-নুসরাতের সম্পর্কে ভাঙন হবে? ভাবছেন কেন এমন কথা আসছে? আসলে ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন তারকা দম্পতি। নিজেদের ফলোয়িং তালিকাতে আর দেখা যাছে না তাদের।

ছবি থেকে ভিডিও সব আগের মতোই আছে, কিছুই ডিলিট হয়নি। তবে তার মাঝেও একে অপরকে আচমকাই আনফলো করেছেন তারা। তাই অনেকের মতে এটা ওদের একটা পাবলিসিটি স্টান্ট মাত্র।

তবে অনেকে আবার দেব-রুক্মিণী প্রসঙ্গ টেনে মনে করছেন সত্যি বুঝি যশ-নুসরতের মধ্যে কোনও সমস্যা হয়েছে। তাছাড়াও, সম্প্রতি নুসরাতকে বলতে শোনা যায়, মৌসুমি চট্টোপাধ্যায় নাকি তাদের টিপস দিয়েছেন যে, নিজেদের মধ্যে সমস্যা হলেও তা বাইরের কাউকে জানতে না দিতে, তাই কি কেবল আনফলো টুকুই করেছেন?

সর্বশেষ সংবাদ

ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপার চ্যাম্পিয়ন টটেনহ্যাম

অবশেষে দীর্ঘ ১৭ বছরের শিরোপা খরা কাটাল টটেনহ্যাম হটস্পার। স্যান মামেস স্টেডিয়ামে ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ