spot_img

সূর্যবংশীর সঙ্গে ভাইরাল ছবি নিয়ে যা বললেন প্রীতি জিনতা

অবশ্যই পরুন

বলিউড তারকা প্রীতি জিনতা বর্তমানে সিনেমার চেয়ে অনেক বেশি আলোচিত আইপিএলের ক্রিকেট মাঠে। পাঞ্জাব কিংসের সহ-মালিক হিসেবে বছরের পর বছর ধরে দলটির সঙ্গে নিবিড়ভাবে জড়িত রয়েছেন তিনি। চলতি আইপিএল মৌসুমে পাঞ্জাবের দুর্দান্ত পারফরম্যান্স প্রীতিকে আরও বেশি আলোচনায় এনেছে।

রাজস্থান রয়্যালসের বিপক্ষে এক গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়ে প্লে-অফ নিশ্চিত করে পাঞ্জাব কিংস। ম্যাচ শেষে মাঠে নেমে নিজের দলের সবাইকে অভিনন্দন জানান প্রীতি। তারই অংশ হিসেবে সৌজন্য সাক্ষাতে রাজস্থানের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীর সঙ্গে মাঠে দেখা করেন প্রীতি।

সেই মুহূর্তের একটি ভিডিও রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়। কিন্তু এরপরই ছড়িয়ে পড়ে এক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি দিয়ে তৈরি বিকৃত ছবি, যেখানে দেখা যায় প্রীতিকে সূর্যবংশীকে আলিঙ্গন করতে। মূহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে পড়ে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানান প্রীতি জিনতা।

মঙ্গলবার (২০ মে) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে তিনি লেখেন,‘এটি একটি বিকৃত ছবি এবং ভুয়া খবর। এখন সংবাদ চ্যানেলগুলোও বিকৃত ছবি ব্যবহার করছে এবং সেগুলোকে খবরের আইটেম হিসেবে তুলে ধরছে। এসব দেখে আমি সত্যিই অবাক হয়েছি।’

এদিকে পাঞ্জাব কিংস চলতি আসরে ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করলেও তাদের চোখ এখন শীর্ষ দুইয়ে জায়গা করে নেওয়ার দিকে। বাকি রয়েছে দুটি ম্যাচ—দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে।

সর্বশেষ সংবাদ

মিশন ইম্পসিবলই কি টম ক্রুজের শেষ সিনেমা!

‘মিশন ইম্পসিবল’, হলিউড অভিনেতা টম ক্রুজের আইকনিক সিনেমা। এ ফ্রাঞ্চাইজির সাতটি সিনেমা এ পর্যন্ত মুক্তি পেয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান মুক্তির...

এই বিভাগের অন্যান্য সংবাদ