spot_img

‘কবে আমরা এই রক্তপাত, এই রক্তস্নান শেষ করবো?’

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি আলোচনার স্থান হিসেবে ভ্যাটিকান ‘চমৎকার’ হবে। স্থানীয় সময় সোমবার (২০ মে) হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি মনে করি ভ্যাটিকানে হলে দারুণ হতো। হয়তো এর কিছু অতিরিক্ত গুরুত্বও থাকত।’

ভ্যাটিকানে আলোচনার বিষয়ে ট্রাম্প আরও বলেন, ‘আমি মনে করি এটা সহায়ক হতে পারে। এখানে প্রচণ্ড তিক্ততা ও ক্ষোভ রয়েছে, সেটা হয়তো কিছুটা কমে আসতো। তাই রোমের ভ্যাটিকানে হলে সেটা দারুণ একটি ভাবনা হবে।’

এর আগে, সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী এক টেলিফোন আলোচনায় অংশ নেন ট্রাম্প, যেখানে ইউক্রেন যুদ্ধে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন পুতিন যুদ্ধ থামাতে চান।

তিনি বলেন, ‘আমি তাকে বলেছি, ‘কবে আমরা এটা শেষ করবো ভ্লাদিমির?’… আমি বলেছি, ‘কবে আমরা এই রক্তপাত, এই রক্তস্নান শেষ করবো?’ এটা রীতিমতো এক রক্তস্নান এবং আমি বিশ্বাস করি সে এটা থামাতে চায়।’

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি একজন ‘শক্তিশালী মানুষ’। তার ভাষায়, ‘জেলেনস্কি শক্ত মনের মানুষ, তাকে নিয়ে কাজ করা সহজ নয়, তবে আমি মনে করি সেও থামাতে চায়।’

সর্বশেষ সংবাদ

অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন নরওয়ের প্রতিমন্ত্রী

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন নরওয়ের প্রতিমন্ত্রী। মঙ্গলবার (২০ মে) নরওয়ে সরকারের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী স্তিনে রেনাতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ