spot_img

১২ বছরের ছোট মেয়েকে বিয়ে করছেন বিশাল

অবশ্যই পরুন

ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা-প্রযোজক বিশাল কৃষ্ণা রেড্ডি। তার সঙ্গে নাম জড়িয়েছে একাধিক নায়িকার। সবকিছু পেছনে ফেলে বিয়ের ঘোষণা দিলেন এই অভিনেতা। একই ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রী সাই ধনশিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন ‘চকরা’ তারকা।

দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, সোমবার (১৯ মে) অডিও ট্রেইলার লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিশাল। এসময় তার সঙ্গে ছিলেন অভিনেত্রী সাই ধনশিকাও। সেখানেই বিয়ের ঘোষণা দেন এই যুগল। আগামী ২৯ আগস্ট বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা।

এ অনুষ্ঠানের একাধিক ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এসব ভিডিওতে বিশাল-সাইকে পরস্পরের হাত ধরে থাকতে দেখা যায়। এক পর্যায়ে সাইকে চুম্বনও করেন বিশাল।

কয়েক মাস আগে পরিচয় হয় বিশাল-সাইয়ের। তারপর কাছে আসা। সেখান থেকেই বিয়ের সিদ্ধান্ত নেন তারা। কয়েক দিন আগে সাই ধনশিকা বলেন, “আমি আমার সেই মানুষটিকে পেয়ে গেছি। আমাদের বিয়ের কথা চলছে। ভালোবেসে আমরা বিয়ে করছি। খুব শিগগির বিয়ের দিনক্ষণ, ভেন্যু জানানো হবে।”

১৯৭৭ সালের ২৯ আগস্ট জন্মগ্রহণ করেন বিশাল। তার বয়স এখন ৪৭ বছর ৮ মাস। জন্মদিনে বিয়ের পিঁড়িতে বসবেন বিশাল। অন্যদিকে, ১৯৮৯ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন সাই। তার বয়স এখন ৩৫ বছর ৬ মাস। তাদের বয়সের ব্যবধান ১২ বছর ২ মাস। ফলে এ নিয়ে বেশ চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

এর আগে ‘অর্জুন রেড্ডি’খ্যাত অভিনেত্রী আনিসা রেড্ডির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন বিশাল। দীর্ঘ দিন প্রেম করার পর ২০১৯ সালে পারিবারিকভাবে বাগদান সারেন এই যুগল। ভেন্যু থেকে শুরু করে বিয়ের সবকিছুই চূড়ান্ত করা হয়েছিল। পরবর্তীতে বিশাল জানান, আনিসার সঙ্গে তার বিয়ে ভেঙে গেছে।

এরপর নানা সময়ে বিশালের প্রেম-বিয়ের গুঞ্জন চাউর হয়েছে। তবে সবকিছু অতীতের খাতায় জমা রেখে মালাবদল করতে যাচ্ছেন এই তারকা।

সর্বশেষ সংবাদ

অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন নরওয়ের প্রতিমন্ত্রী

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন নরওয়ের প্রতিমন্ত্রী। মঙ্গলবার (২০ মে) নরওয়ে সরকারের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী স্তিনে রেনাতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ