spot_img

ট্রাম্প-পুতিন ফোনালাপ: অবিলম্বে যুদ্ধবিরতির আলোচনায় বসবে রাশিয়া-ইউক্রেন

অবশ্যই পরুন

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অবিলম্বে যুদ্ধবিরতির আলোচনায় বসবে রাশিয়া ও ইউক্রেন। স্থানীয় সময় সোমবার (১৯ মে) রুশ প্রেসিডেন্ট পুতিন ট্রাম্পের সঙ্গে ফোনে দীর্ঘ আলাপের এ কথা জানালেন তিনি। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, উভয় নেতার আলোচনাকে ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। বলেছেন, তাদের মধ্যে চমৎকার আলোচনা হয়েছে। তবে শান্তি আলোচনার জন্য উভয় পক্ষেরই আলোচনা করে শর্ত নির্ধারণ করা প্রয়োজন বলে জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা এ ফোনালাপকে ‘তাৎপর্যপূর্ণ, খোলামেলা ও খুবই ফলপ্রসূ’ বলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসময় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনা পুনরায় শুরু করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকার জন্য ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়ার অবস্থান তুলে ধরেছেন পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমার পক্ষ থেকে জানিয়েছি— রাশিয়াও ইউক্রেনীয় সংকটের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। আমাদের কেবল শান্তির দিকে এগিয়ে যাওয়ার সবচেয়ে কার্যকর উপায়গুলো নির্ধারণ করতে হবে।’

ইউক্রেনের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির স্মারকলিপি নিজে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন পুতিন। তবে জেলেনস্কি বলেছেন, এটি এমন মুহূর্ত যা সংজ্ঞাহীন। যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে আলোচনা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। পুতিনের সঙ্গে ট্রাম্পের আলোচনা ইতিবাচক হিসেবে উল্লেখ করা হলেও শান্তি আলোচনার নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করা হয়নি।

সর্বশেষ সংবাদ

‘কবে আমরা এই রক্তপাত, এই রক্তস্নান শেষ করবো?’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি আলোচনার স্থান হিসেবে ভ্যাটিকান ‘চমৎকার’ হবে। স্থানীয় সময় সোমবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ