জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর দেয়া মতামতের ভিত্তিতে, দ্বিতীয় পর্যায়ের আলোচনার মধ্য দিয়ে জাতীয় সনদের খসড়া তৈরি করা সম্ভব হবে। সকলের প্রচেষ্টার মধ্য দিয়ে লক্ষ্য অর্জন সম্ভব হবে।
সোমবার (১৯ মে) বিকেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাথে সংলাপ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
আলী রীয়াজ জানান, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ৩৩টি রাজনৈতিক দলের প্রাথমিক পর্বের আলোচনা শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছে কমিশন।
অন্যদিকে সংলাপ শেষে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, অনেক বিষয়ে ঘোর দ্বিমত আছে, তবুও সৌহার্দ্যমূলক আলোচনা হয়েছে— এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সেই ধারায় পুরো দেশবাসীকে নিয়ে আসতে পারলে গণতন্ত্রের আরেক ধাপ অগ্রগতি হবে।
তিনি আরও বলেন, শুধু নির্বাচন অনুষ্ঠিত হলেই হবে না, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করা দরকার। ফ্যাসিবাদী ব্যবস্থা ফিরে না আসার আকাঙ্ক্ষা বৈষম্যমুক্ত সমাজব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাবে।