spot_img

ছেঁড়া পোশাক পরে কানের মঞ্চে, সমালোচনায় উর্বশী রাউতেলা

অবশ্যই পরুন

কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় এবারও নজর কাড়লেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। বরাবরে মতো এবারও চোখ ধাঁধানো পোশাকে হাজির হয়েছিলেন তিনি। তবে এবার পোশাক নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।

উৎসবের প্রথম দিনেই তোতা পাখি অনুপ্রাণিত রঙিন পোশাকে হাজির হন উর্বশী, যার সঙ্গে হাতে ধরেছিলেন একটি তোতা পাখির প্রতিরূপ। তাঁর অতিরিক্ত রূপসজ্জা এবং ব্যতিক্রমী পোশাক নির্বাচনকে অনেকেই ‘জঘন্য সাজ’ বলে মন্তব্য করেছেন।

উৎসবের দ্বিতীয় দিন এক আধা স্বচ্ছ পোশাকে হাজির হন উর্বশী রাউতেলা। তবে অনুষ্ঠান চলাকালীন হাত নাড়তেই প্রকাশ্যে আসে পোশাকের বাম বাহুর নিচের অংশ ছেঁড়া। মুহূর্তেই সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

নেটিজেনরা বিষয়টি নিয়ে ব্যাপক হাসাহাসি ও সমালোচনা শুরু করেন। প্রশ্ন উঠেছে, “কানের মতো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আসরে এমন ছেঁড়া পোশাক পরে ভারতের প্রতিনিধিত্ব করা কি সমীচীন?”

পোশাক বিপত্তি বুঝতে পেরেই উর্বশী হাত না তুলে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে এমন অস্বস্তিকর মুহূর্তে নিজেকে পুরোপুরি আড়াল করে রাখা সম্ভব হয়নি।

ভারতের বিভিন্ন গণমাধ্যম তাঁর প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করলেও এখনও পর্যন্ত অভিনেত্রী এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

সর্বশেষ সংবাদ

ইতিহাস গড়ে বাংলাদেশকে হারাল আরব আমিরাত

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের টি-২০ সিরিজে ১–১-এ সমতায় ফিরেছে সংযুক্ত আরব আমিরাত। টাইগারদের দেওয়া ২০৬...

এই বিভাগের অন্যান্য সংবাদ