বাংলাদেশের কোনো শক্তি ষড়যন্ত্র করে তারেক রহমানকে দেশে ফেরা থেকে ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আজ সোমবার (১৯ মে) জাতীয় প্রেসক্লাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করা ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা দূরীকরণের দাবিতে ১২ দলীয় জোটের উদ্যোগে সমাবেশে এ কথা বলেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, স্বৈরশাসক শেখ হাসিনার আমলেই তারেক রহমানের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি। গণতন্ত্র প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদ বিরোধী পুরো লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান।
নজরুল ইসলাম খান আরও বলেন, ঐকমত্য কমিশনের কথা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব। তাহলে বাধা কোথায়? নির্বাচন দেরিতে দিলে তার কারণ খুলে বলতে হবে। গোপনীয়ভাবে কিছু হবে না।
তিনি আরও বলেন, কেউ কেউ বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ পুনবার্সনের অভিযোগ তোলে। আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না। অন্য কাউকেও করতে দিবো না।