spot_img

হজযাত্রীদের নতুন করে যে পরামর্শ দিলো সৌদি আরব

অবশ্যই পরুন

পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে জমায়েত হওয়া ধর্মপ্রাণ মুসল্লিদের উচ্চ তাপমাত্রা থেকে সুরক্ষায় নিয়মিত ছাতা ব্যবহারের পরামর্শ দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া পরামর্শ দেওয়া হয়েছে যে, তারা যেন পর্যাপ্ত পানি পান করেন।

মন্ত্রণালয় জানিয়েছে, হজের সময় ছাতা একটি গুরুত্বপূর্ণ ছায়ার উৎস হিসেবে কাজ করে, যা হিটস্ট্রোক বা তাপজনিত সমস্যার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। সূর্যের ক্ষতিকর আলট্রাভায়োলেট রশ্মি থেকে রক্ষা পেতে ছাতা অত্যন্ত কার্যকর—এতে ৬৪% থেকে ৯২% পর্যন্ত সুরক্ষা পাওয়া যায়।

এছাড়া ছাতার ছায়ায় আশপাশের বাতাসের তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে, যা মক্কা ও আশপাশের পবিত্র এলাকাগুলিতে হজের আনুষ্ঠানিকতা পালনের জন্য অপেক্ষাকৃত শীতল পরিবেশ তৈরি করে।

আরও পরামর্শ দেওয়া হয়েছে যে, তারা যেন পর্যাপ্ত পানি পান করেন যাতে শরীর ডিহাইড্রেশনের শিকার না হয়।

এছাড়া উল্লেখযোগ্য যে, এবারের হজ হবে গ্রীষ্মের চরম তাপপ্রবাহের মধ্যে শেষ হজ। ২০২৬ সাল থেকে ইসলামি চন্দ্রপঞ্জিকা অনুযায়ী হজ ধীরে ধীরে ঠাণ্ডা মৌসুমে স্থানান্তরিত হবে—প্রথমে বসন্ত, পরে শীতে।

সর্বশেষ সংবাদ

এক হাজার ফিলিস্তিনিকে বিনামূল্যে হজের সুযোগ দিচ্ছে সৌদি আরব

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষে আত্মীয় হারানো এক হাজার ফিলিস্তিনিকে বিনামূল্যে হজ পালনের আমন্ত্রণ জানিয়েছেন। সোমবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ