spot_img

অবশেষে গাজায় সামান্য ত্রাণ প্রবেশের সুযোগ দিতে রাজি নেতানিয়াহু

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের চাপ ও তীব্র আন্তর্জাতিক সমালোচনার মুখে অবশেষে গাজায় সামান্য ত্রাণ প্রবেশের সুযোগ দিতে রাজি হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (১৮ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তার কার্যালয়।

বিবৃতিতে জানানো হয়, গাজায় যাতে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি না হয় সে কারণে নেয়া হয়েছে এ সিদ্ধান্ত। তেল আবিবের নতুন অভিযান গিডিয়নস চ্যারিয়টকে আরও সফল করতে খাবারসহ অন্যান্য সহায়তা দরকার বলেও মন্তব্য করেছে দেশটির সামরিক বিভাগ।

অপরদিকে, গাজায় ত্রাণ প্রবেশের সিদ্ধান্ত জানানো হলেও ঠিক কবে নাগাদ তা সরবরাহ করা হবে স্পষ্ট নয়।

এর আগে, মার্চের ২ তারিখ থেকে গাজায় সকল ধরনের ত্রাণ প্রবেশ বন্ধ করে রেখেছে ইসরায়েল। ফলে খাবারের অভাবে ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে শিশুসহ প্রায় ৫৭ জনের।

সর্বশেষ সংবাদ

আরিয়ানের বিরুদ্ধে মামলা করায় বিপাকে সমীর ওয়াংখেড়ে

সম্প্রতি আরিয়ান খান পরিচালিত ‘ব্যাডস অফ বলিউড’ দেখে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো অফিসার সমীর...

এই বিভাগের অন্যান্য সংবাদ