spot_img

ইয়ামিন হত্যা মামলার চার জনসহ ট্রাইব্যুনালে ৬ আসামি

অবশ্যই পরুন

জুলাই-আগস্টে রাজধানীর মোহাম্মদপুর ও সাভারের দুই মামলায় ৬ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (১৮ মে) সকালে তাদের হাজির করা হয়।

এর মধ্যে সাভারে এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যা মামলায় ৪ জন ও মোহাম্মদপুরে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগে আনসার সদস্য ওমর ফারুকসহ ২ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এর আগে, পুলিশের এপিসি থেকে ফেলে দেওয়া আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় সাবেক পুলিশ সদস্য সোহেল আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সুজন ও জাকির হোসেনসহ দশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় খুব কাছ থেকে গুলি করে রাজু আহমেদ নামে এক কিশোরকে খুনের ঘটনায় সাবেক আনসার সদস্য ওমর ফারুকের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে আজ মামলার শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

সর্বশেষ সংবাদ

ওয়াসাও সামলাবেন ডিএসসিসির প্রশাসক শাহজাহান

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়ার দায়িত্ব আরও বাড়লো। এখন থেকে তিনি স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন...

এই বিভাগের অন্যান্য সংবাদ