spot_img

আরব আমিরাতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

অবশ্যই পরুন

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। টসে জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। ফলে শুরুতে ব্যাটিং করবে বাংলাদেশ।

অধিনায়কত্ব ছাড়ার পর একাদশে জায়গা হারিয়েছেন নাজমুল হোসেন শান্ত। স্কোয়াডে থাকলেও একাদশে নেই সাবেক এই অধিনায়ক। এ ছাড়া জায়গা হয়নি সৌম্য সরকারেরও। সৌম্যের জায়গায় সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন।

ভ্রমণ ক্লান্তির জন্য খেলছেন না নাহিদ রানা ও রিশাদ হোসেন। স্পিনার হিসেবে সুযোগ পেয়েছেন তানভির ইসলাম ও শেখ মেহেদি। এ ছাড়া আছেন তিন পেসার মুস্তাফিজ, তানজিম সাকিব ও হাসান মাহমুদ।

বাংলাদেশ একাদশ-

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, তানভির ইসলাম, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

সংযুক্ত আরব আমিরাত একাদশ- মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), মুহাম্মদ জোহাইব, আলিশান শারাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ধ্রুব পারাশার, সানচিত শর্মা, মুহাম্মদ জুহাইব, মাতিউল্লাহ খান, হায়দার আলী, মুহাম্মদ জাওয়াদউল্লাহ।

সর্বশেষ সংবাদ

ইমনের সেঞ্চুরিতে আমিরাতের বিপক্ষে টাইগারদের জয়

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড কিংবা দেশের দ্বিতীয় ব‍্যাটসম‍্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরির কীর্তি-পারভেজ হোসেন ইমনের অনেক প্রাপ্তির দিনে...

এই বিভাগের অন্যান্য সংবাদ