সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে আগামী ১০ জুন মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে তৈরি করা নতুন জার্সিতে ঠাঁই পেয়েছে দেশজ ঐতিহ্য। সাদা রঙের জার্সিতে মূল কাজ হাতাও ও দুই পাশের অংশে।
জার্সি উন্মোচনের ভিডিওতে অংশ নেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া, তারিক কাজী ও তপু বর্মন। জার্সির ডিজাইন করেছেন তাসমিত আফিয়াত অর্নি। জার্সি উন্মোচনের ভিডিওতে দৌড় লিখেছে, অপেক্ষার পালা শেষ। একটি প্রতীক, যা আমাদের একতাবদ্ধ করে।