spot_img

মসজিদের অবস্থানের আদব

অবশ্যই পরুন

•    মসজিদে প্রবেশকালে বিসমিল্লাহ, রাসুলুল্লাহ (সা.)-এর ওপর দরুদ ও হাদিসে বর্ণিত মসজিদে প্রবেশের দোয়া পড়া। (আবু দাউদ, হাদিস : ৪৬৫)
•    ডান পা দিয়ে প্রবেশ করা।
•    ইতিকাফের নিয়তে প্রবেশ করা।
•    অজু অবস্থায় মসজিদে প্রবেশ করা।
•    কাঁচা পেঁয়াজ-রসুন, বিড়ি-সিগারেট ও দুর্গন্ধযুক্ত দ্রব্য খেয়ে মসজিদে না আসা।
•    মসজিদে ধীর-স্থিরতার সঙ্গে গমন করা উচিত, তাড়াহুড়া করে দৌড়ে যাওয়া ঠিক নয়।(বুখারি, হাদিস : ৬০৯)
•    মসজিদে প্রবেশকারী দুই রাকাত ‘তাহিয়্যাতুল মসজিদ’ আদায় করবে।
•    মসজিদে দুনিয়াবি কথাবার্তা ও গল্পগুজব না করা। কারণ মসজিদ নিছক ইবাদতের জায়গা।
•    সর্বদা মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। (আবু দাউদ, হাদিস : ৪৬১)
•    মসজিদে যত্রতত্র থুথু ফেলা নিষিদ্ধ। (বুখারি, হাদিস : ৪১৫)
•    মসজিদে কাউকে উচ্চৈঃস্বরে ডাকাডাকি না করা। প্রয়োজনে ইশারার মাধ্যমে সংশোধন করা।
•    মসজিদে বেশি থেকে বেশি সময় দেওয়া। এ ক্ষেত্রে নামাজের ওয়াক্তগুলোতে সবার আগে আসার চেষ্টা করা।
•    মসজিদে হেঁটে আসা। (মুসলিম, হাদিস : ২৫১)
•    মসজিদে অবস্থানরত সময় জিকির, তাসবিহ-তাহলিলের মাধ্যমে পার করা।
•    মসজিদ থেকে বের হওয়ার সময় প্রবেশ করার মতো বিসমিল্লাহ, নবী (সা.)-এর প্রতি দরুদ ও দোয়া পড়া এবং বাম পা দিয়ে বের হওয়া।

সর্বশেষ সংবাদ

পশ্চিম তীরকে নিজেদের মানচিত্রে যুক্ত করার রূপরেখা চূড়ান্তের পথে ইসরায়েল

কোনো কিছুর তোয়াক্কা না করেই পশ্চিম তীরকে নিজেদের মানচিত্রে যুক্ত করার রূপরেখা চূড়ান্ত করছে ইসরায়েল। সংবাদ সম্মেলনে দেশটির অর্থমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ