spot_img

শাহবাজের প্রস্তাব গ্রহণ করেছেন ইমরান খান, পাকিস্তানের রাজনীতিতে নতুন মোড়

অবশ্যই পরুন

পাকিস্তানের রাজনীতিতে নতুন এক দিগন্ত উন্মেচিত হতে পারে। পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই)’র প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আলোচনার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এরপরই বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে। খবর জিও নিউজ

গত সোমবার আদিয়ালা জেলে বন্দি থাকা ইমরান খানের সঙ্গে সাক্ষাত করে পিটিআই’র বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান। সে সময় তিনি সরকারের আলোচনার প্রস্তাব পৌঁছে দিলে ইমরান খান তাতে সম্মতি জানান।

তবে আলোচনাটি সম্মুখে নয় বরং গোপনীয়ভাবে করার কথা জানিয়েছে ইমরান খান। যাতে ফলপ্রসূ সিদ্ধান্তে পৌঁছানো যায়।

পিটিআই জানিয়েছে, এর আগেও মিডিয়ার কারণে আলোচনা ব্যর্থ হয়েছে। ফলে এবারের আলোচনায় বেশ কৌশলি এবং গোপনীয়তা বজায় রাখতে চান ইমরান খান।

ব্যারিস্টার গওহর জানান, তিনি প্রধানমন্ত্রীর প্রস্তাব ইমরান খানের কাছে পৌঁছে দিয়েছেন। তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে তিনি কিছু বলতে রাজি হননি।

এর আগে সম্প্রতি পাকিস্তানের জাতীয় পরিষদে দেওয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পিটিআইকে জাতীয় সংলাপে যোগ দেওয়ার আহ্বান জানান। ব্যারিস্টার গওহর সেই প্রস্তাবকে স্বাগত জানালেও পিটিআই স্পষ্ট করে জানায়, ইমরান খানের সম্মতি ছাড়া কোনো অগ্রগতি সম্ভব নয়।

সরকারের পক্ষ থেকে এমন এক সময় আলোচনার উদ্যোগ এসেছে, যখন ভারতের সাম্প্রতিক আগ্রাসনের পর পাকিস্তানে রাজনৈতিক ঐক্যের ডাক উঠেছে। দেশজুড়ে মিলিটারি-সিভিলিয়ান সম্পর্ক, জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা দিন দিন বাড়ছে।

সর্বশেষ সংবাদ

ভুটানের লিগে ২৮-০ গোলের অবিশ্বাস্য জয় সাবিনা-মনিকাদের

বাংলাদেশের ১০ নারী ফুটবলার খেলছেন ভুটান উমেন্স ন্যাশনাল লিগের তিন ক্লাবে। সানজিদাদের থিম্পু সিটি ও কৃষ্ণাদের ট্রান্সপোর্ট ইউনাইটেডের জয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ