বিশ্বের অন্যতম চলচ্চিত্র উৎসব কান। আর এবারের উৎসবের সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন অস্কারজয়ী মার্কিন অভিনেতা রবার্ট ডি নিরো। উৎসবের সম্মানসূচক স্বর্ণপাম গ্রহণ করতে গিয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ‘‘ট্রাম্প শিল্পের শত্রু, একজন শিল্পবিরোধী প্রেসিডেন্ট।’’
ভ্যারাইটির প্রতিবেদন থেকে জানা যায়, কিছুদিন আগেই ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই ঘোষণার কড়া সমালোচনা করেন ডি নিরো। বলেন, “সৃজনশীলতার কোনো দাম হতে পারে না, কিন্তু ট্রাম্প সেটার ওপর কর বসাতে চান।”
লিওনার্দো ডিক্যাপ্রিওর হাত থেকে সম্মানসূচক স্বর্ণপাম গ্রহণ করে ডি নিরো আবেগঘন বক্তব্যে বলেন,আমার দেশে গণতন্ত্র এখন চরম হুমকির মুখে। এক সময় যেটিকে স্বাভাবিক বলে ভাবতাম, সেটাই এখন রক্ষার লড়াইয়ে নেমেছি। এই লড়াই শুধু যুক্তরাষ্ট্রের নয়, বিশ্বব্যাপী শিল্প ও স্বাধীনতার লড়াই।
তিনি আরও বলেন,শিল্প সত্য খোঁজে, বৈচিত্র্যকে আলিঙ্গন করে, মানুষকে একত্র করে—এ কারণেই স্বৈরশাসকরা শিল্পকে ভয় পায়।” সহিংসতা নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় মানুষকে এক হওয়ার আহ্বান জানান এই অভিনেতা।
ডিক্যাপ্রিও তার বক্তব্যে ডি নিরোর সঙ্গে নিজের সম্পর্কের স্মৃতিচারণা করে বলেন, তিনি শুধু দারুণ একজন অভিনেতা নন, একজন পথপ্রদর্শক। তাঁর সাহসিকতা আমাকে সবসময় অনুপ্রাণিত করে
ডি নিরো তার দীর্ঘ ছয় দশকের ক্যারিয়ারে স্করসেজি পরিচালিত ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘গুডফেলাস’, ‘দ্য আইরিশম্যান’, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’-এর মতো চলচ্চিত্রে অনবদ্য অভিনয় উপহার দিয়েছেন। কানে তার উপস্থিতি সবসময়ই বিশেষ কিছু বয়ে আনে—এবারও তার ব্যতিক্রম হয়নি।