spot_img

গাজায় হাসপাতালে ইসরায়েলের ভয়াবহ হামলা

অবশ্যই পরুন

অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসের একটি হাসপাতালে দখলদার ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস-পরিচালিত সিভিল ডিফেন্স সংস্থার একজন মুখপাত্র এসব তথ্য জানান।

বুধবার (১৪ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, গাজার ওই হাসপাতালের ভেতরে এবং আশপাশের এলাকায় একসঙ্গে ছয়টি বোমা ফেলে ইসরায়েলি যুদ্ধবিমান।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা হাসপাতালের নিচে থাকা হামাসের একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, সেখানে হামাসের যোদ্ধার অবস্থান করছিলেন।

ইসরায়েলের ওই বিমান হামলায় আহতদের মধ্যে বিবিসির হয়ে কাজ করা গাজার এক ফ্রিল্যান্স সাংবাদিকও ছিলেন। তিনি চিকিৎসা নিয়েছেন। তার অবস্থা এখন স্থিতিশীল।

গাজার ইউরোপীয় ওই হাসপাতালে ইসরায়েলি হামলার ফলে হাসপাতাল চত্বরে একাধিক গভীর গর্ত সৃষ্টি হয়েছে। সেখানে একটি বড় বাসসহ কয়েকটি যানবাহন হামলার শিকার হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর ইসরায়েলি ড্রোনগুলো হাসপাতাল ভবনের ওপর কঠোরভাবে নজরদারি চালাতে থাকে, ফলে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

আন্তর্জাতিক সাহায্য সংস্থা আইডিয়ালসের হয়ে কাজ করা প্লাস্টিক সার্জন টম পোটোকার হামলার সময় হাসপাতালেই অবস্থান করছিলেন।

সর্বশেষ সংবাদ

দুর্ঘটনায় প্রথম প্রেমিককে হারান, আবেগঘন প্রীতি যা বললেন

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। তবে বেশ লম্বা সময় ধরে অভিনয় থেকে দূরে তিনি। মাইক্রোব্লগিং সাইট এক্সে প্রায়ই ভক্তদের সঙ্গে...

এই বিভাগের অন্যান্য সংবাদ