spot_img

বেশিরভাগ নৌ দুর্ঘটনার কারণ অসচেতনতা: বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

অবশ্যই পরুন

বেশিরভাগ নৌ দুর্ঘটনাই অসচেতনতার কারণেই ঘটে। তাই মালিক, শ্রমিক ও যাত্রী সকলকেই সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা।

আজ মঙ্গলবার (১৩ মে) সকালে রাজধানীর সদরঘাটে নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান বলেন, এখন কালবৈশাখীর সময়। তাই সব নির্দেশনা যথাযথভাবে মেনে চলা উচিত।

তিনি বলেন, নৌপথের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে বিআইডব্লিউটিএ বদ্ধ পরিকর। সেই ধারাবাহিকতায় সংস্থাটি কাজ করে যাচ্ছে। নৌযানের প্রয়োজনীয় সরঞ্জাম আছে কিনা, সেটা গুরুত্ব দিয়ে দেখতে হবে। বিআইডব্লিউটিএ ও মালিকদের যৌথ উদ্যোগে এসব বিষয় তদারকির আহ্বান জানান তিনি।

আরিফ আহমেদ মোস্তফা আরও বলেন, নদী দূষণ রোধে কাজ অব্যাহত আছে। তবে নদীতে চলাচলের সময় যাত্রী ও লঞ্চ কর্মচারীদের কঠিন বর্জ্য নদীতে না ফেলার আহ্বান জানান তিনি।

সর্বশেষ সংবাদ

দেশের অর্থনীতির হৃদপিণ্ড চট্টগ্রাম বন্দর: প্রধান উপদেষ্টা

চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড, এই বন্দর বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান...

এই বিভাগের অন্যান্য সংবাদ