spot_img

ঈদের আগে-পরে ৬ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ থাকবে

অবশ্যই পরুন

কোরবানির ঈদে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের আগে তিন দিন ও পরে তিন দিন করে পণ্যবাহী ট্রাক, কভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (১২ মে) ঢাকায় বিদ্যুৎ ভবনে ঈদযাত্রার প্রস্তুতি বিষয়ক সভা শেষে ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানান সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।

তিনি বলেন, ঈদযাত্রায় সাধারণ মানুষকে নির্বিঘ্নে যাতায়াতের সুযোগ দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জরুরি ও বিশেষ পণ্যবাহী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

যেসব যানবাহন চলাচল করতে পারবে— কোরবানির গরুবাহী যান, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস পণ্য, ওষুধ, সার ও জ্বালানিবাহী গাড়ি।

উপদেষ্টা জানান, সড়কের ওপর বা পাশে কোনোভাবেই পশুর হাট বসতে দেওয়া হবে না। হাটের নির্দিষ্ট সীমানা নির্ধারণ করে তা কঠোরভাবে মনিটর করা হবে।

ঈদে যেন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না হয়, সেজন্য নজরদারি থাকবে। চাঁদাবাজি রোধে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ঈদযাত্রায় চাপ সামাল দিতে রেলপথে অতিরিক্ত কোচ ও ট্রেন সার্ভিস চালু করা হবে। উপদেষ্টা বলেন, গত রোজার ঈদের মতোই দুর্ঘটনাবিহীন যাত্রা নিশ্চিত করতে আমরা কাজ করছি।

ছিনতাই প্রতিরোধে পশুর হাটের পাশে ব্যাংকের বুথ বসানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এতে করে লেনদেন নিরাপদ থাকবে।

সর্বশেষ সংবাদ

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের আপত্তি নেই: তাহের

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ