spot_img

মে মাসের ১১ দিনে রেমিটেন্স এলো ৯২ কোটি ডলার

অবশ্যই পরুন

চলতি মাসের প্রথম ১১ দিনে দেশে ৯২ কোটি ২০ লাখ ডলার রেমিটেন্স এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় যা ১৩ শতাংশ বেশি।

সোমবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ঈদুল আযহাকে কেন্দ্র করে চলিত মাসে প্রবাসী আয় আরও চাঙ্গা থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত এপ্রিল মাসে দেশে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা।

রেমিট্যান্সে ভর করে গতবছরের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ৮৫ শতাংশ হিসাবের ঘাটতি কমেছে। শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ, অর্থ পাচার হ্রাস এবং আমদানির তুলনায় রফতানি প্রবৃদ্ধির হার বেশি থাকায় এই অর্জন সম্ভব হয়েছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের শাসনামলের শেষ দিকে প্রবাসীরা অর্থ পাঠানো কমিয়ে দেন। এরপর ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব নিলে আবারও অর্থ পাঠাতে শুরু করেন প্রবাসীরা। এরপর থেকে ক্রমান্বয়ে রেমিট্যান্স প্রবাহ বাড়ে।

সর্বশেষ সংবাদ

বিতর্কিত মন্তব্যের পর ভারতীয় স্ত্রীকে নিয়ে তোপের মুখে মার্কিন ভাইস প্রেসিডেন্ট

অভিবাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ