ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির মধ্যেই নতুন বার্তা দিয়েছে চীন। তারা জানিয়েছে, দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এ যুদ্ধবিরতি। খবর আনাদোলু এজেন্সির।
আজ সোমবার (১২ মে) বেইজিংভিত্তিক গ্লোবাল টাইমস জানিয়েছে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি উভয় দেশের মৌলিক এবং দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষা করে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন প্রত্যাশার প্রতিফলন ঘটায়।’
তিনি আরও জানান, চীন এই উন্নয়নকে স্বাগত জানায় এবং সমর্থন করে।
গত এক সপ্তাহের টানা সামরিক উত্তেজনার পর শনিবার ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা দেয়, যা মার্কিন মধ্যস্থতায় বাস্তবায়িত হয়।
এর আগে, চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পৃথকভাবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে কথা বলেন, যাতে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা হ্রাসে কূটনৈতিক উদ্যোগ জোরদার করা যায়।
উল্লেখ্য, ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহালগামে এক প্রাণঘাতী হামলায় ২৬ জন নিহত হলে ভারতের জন্য পাকিস্তানকে দায়ী করে এবং সীমান্ত পেরিয়ে সামরিক হামলা চালায়। এরপর টানা কয়েকদিন দুই দেশের সেনাবাহিনী একে অপরের দিকে ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণ চালায়। পাকিস্তান হামলার অভিযোগ অস্বীকার করে এবং একটি নিরপেক্ষ তদন্তের প্রস্তাব দেয়।