spot_img

ফ্রান্সের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন দেম্বেলে

অবশ্যই পরুন

পিএসজি ফরোয়ার্ড উসমান দেম্বেলে ফ্রান্সের লিগ ওয়ানে চলতি মৌসুমের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। রোববার (১১ মে) ফরাসি ফুটবল ইউনিয়নের আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।

দেম্বেলের দুর্দান্ত পারফরম্যান্স পিএসজিকে এনে দিয়েছে ১৩তম লিগ শিরোপা এবং চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার গৌরব। লিগ ওয়ানে তিনি এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা, করেছেন ২১টি গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচে তার গোলসংখ্যা ৩৩, যার মধ্যে ৮টি গোল ইউরোপিয়ান আসরে।

টানা পাঁচবার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা এমবাপ্পেকে পিছনে ফেলে এবার পুরস্কারটি জিতেছেন দেম্বেলে।

এছাড়া পিএসজি কোচ লুইস এনরিককে বর্ষসেরা কোচের পুরস্কার দেওয়া হয়।

পিএসজি এখন সম্ভাব্য তিনটি শিরোপা জয়ের পথে রয়েছে। তারা ৩১ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে।

সর্বশেষ সংবাদ

কোনও ধরনের পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না: নরেন্দ্র মোদি

কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ ঘিরে জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে ভারত কোনও ধরনের পারমাণবিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ