spot_img

শ্রীলঙ্কায় বাস খাদে পড়ে নিহত ১৫

অবশ্যই পরুন

শ্রীলঙ্কার কোটমালেতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩০ জন। আহত ও নিহতরা সবাই বৌদ্ধ তীর্থযাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়। রোববার (১১ মে) এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রোববার (১১ মে) স্থানীয় সময় ভোরে বাসটি শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় শহর কাতারাগামা থেকে মধ্যাঞ্চলীয় শহর কুরুনেগালার দিকে রওনা হয়েছিল। এরপর পার্বত্য অঞ্চল কোটেমালের পাহাড়ি সড়কে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সড়কের পাশের খাদে পড়ে যায় বাসটি।

বাসটি তার ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করছিল বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেছেন, বাসটির মোট যাত্রীধারণ ক্ষমতা ছিল ৫০ জন। তবে দুর্ঘটনার সময় সেখানে মোট যাত্রী ছিলেন প্রায় ৭০ জন।

সর্বশেষ সংবাদ

যে কারণে বাংলাদেশ-ভারত-পাকিস্তানসহ ১১টি দেশে ভ্রমণে সতর্কতা দিলো সিঙ্গাপুর

দক্ষিণ এশিয়ায় উত্তেজনাপূর্ণ নিরাপত্তা পরিস্থিতির কারণে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান, মিয়ানমারসহ একাধিক দেশের জন্য ভ্রমণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ