চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আর্লিং হালান্ডে। সবকিছু ঠিক থাকলে আজ সাউদাম্পটন ম্যাচে মাঠে নামবেন এই নরওয়েজিয়ান।
অ্যাঙ্কেলের ইনজুরিতে মাঠের বাইরে ছিলেন হ্যালান্ড। প্রায় ৬ সপ্তাহ এই স্ট্রাইকারের সার্ভিস মিস করেছে সিটিজেনরা।
মৌসুমের শেষ ভাগে এসে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন এই নরওয়েজিয়ান। ইনজুরিতে পড়ার আগেই এই মৌসুমে ২১ গোল করেছিলেন হ্যালান্ড। সিটি ভক্তদের খুশির আরও কারণ আছে চোটা কাটিয়ে অনুশীলন শুরু করেছেন ডিফেন্ডার নাথান আকে ও আস্কার বব। দ্রুতই মাঠে ফিরবেন তারা। তবে এখনও পুরোপুরি সেরে ওঠেনি দলের তারকা মিডফিল্ডার রদ্রি।