দিল্লির সাউথ ব্লকের অভিযোগ, ভারতের বিভিন্ন ধর্মীয় স্থানকে বেছে বেছে হামলার নিশানা করার চেষ্টা করছে পাকিস্তান। শুক্রবার (৯ মে) ইসলামাবাদের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
ভারত-পাকিস্থানের মধ্যে সংঘাত পরিস্থিতি নিয়ে শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে তিনি পাকিস্তানের দিকে এ তীর ছুড়েন। এ সময় সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছিলেন ভারতের সামরিক কর্মকর্তা সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি এবং বিমান বাহিনীর উইং কমান্ডার ব্যোমিকা সিং।
বিক্রম মিশ্রি আরও অভিযোগ করেন, ‘মন্দির-গুরুদ্বারা, চার্চকেও টার্গেট করার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান।পাকিস্তানকে দায়িত্ববান দেশের মতোই যোগ্য জবাব দিচ্ছে ভারত। পাকিস্তানের সমস্ত চক্রান্ত ব্যর্থ করেছে ভারত।’
পাকিস্তান মিথ্যাচার করছে দাবি করে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘পাকিস্তান দাবি করেছে কোনও ধর্মীয় স্থানে তারা হামলার নিশানা করেনি, যেটা সম্পূর্ণ মিথ্যে। আপনাদের নিশ্চয়ই মনে আছে গতকাল আমি পুঞ্চে গুরুদ্বারে হামলার কথা জানিয়েছিলাম। সেই হামলার দায়ভার স্বীকার করার পরিবর্তে পাকিস্তান মিথ্যাচার করছে এবং বলছে ভারতের সশস্ত্রবাহিনী ও ভারতীয় বিমানবাহিনী অমৃতসরকে নিশানা করেছে। এটা পাকিস্তানের আগ্রাসনের দায়িত্ব নিতে অস্বীকার করা ছাড়া আর কিছুই নয়। বিশ্বকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা বলছে পাকিস্তান। তবে ওদের এই উদ্দেশ্য সফল হবে না।’
ভারতের এয়ারস্ট্রাইক এড়াতে যাত্রীবাহী বিমান পাকিস্তানের ঢাল, এমন অভিযোগও তুলেন বিক্রম মিশ্রি। তিনি দাবি করেন, ভারতের আকাশসীমা একাধিকবার লঙ্ঘন করেছে পাকিস্তান। ভারতের ৩৬টি জায়গায় আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করেছে পাকিস্তান। ৩০০ থেকে ৪০০টি ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। তবে পাকিস্তানের চক্রান্ত ব্যর্থ, বেশিরভাগ ড্রোনই ধ্বংস করেছে ভারত।