প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, পাকিস্তানের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। ইসলামাবাদে সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়েরের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রীয় সম্প্রচারক পিটিভি নিউজ জানায়, প্রধানমন্ত্রী জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলেন, পাকিস্তান তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠকে প্রধানমন্ত্রী সৌদি সরকারের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেন এবং বলেন, এ অঞ্চলে উত্তেজনা হ্রাস ও শান্তি প্রতিষ্ঠায় সৌদি আরবের ভূমিকা গুরুত্বপূর্ণ।
সৌদি প্রতিমন্ত্রী দক্ষিণ এশিয়ার চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং পাকিস্তানের প্রাণহানিতে আন্তরিক সমবেদনা জানান। তিনি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাবের ভিত্তিতে ভারত-পাকিস্তান বিরোধের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী শেহবাজ ভারতের সাম্প্রতিক হামলাকে ‘অযৌক্তিক ও উসকানিমূলক’ আখ্যা দিয়ে বলেন, এটি পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন, যা দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি।
তিনি আরও জানান, ভারতের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নারী ও শিশুসহ নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ব্যাপক সম্পত্তির ক্ষতি হয়েছে।
Minister of State for Foreign Affairs of Kingdom of Saudi Arabia calls on Prime Minister Muhammad Shehbaz Sharif
Prime Minister Muhammad Shehbaz Sharif received Minister of State for Foreign Affairs of the Kingdom of Saudi Arabia, Mr. Adel Al-Jubeir, at the Prime Minister House,… pic.twitter.com/6QgzHcR3pf
— PTV News (@PTVNewsOfficial) May 9, 2025