spot_img

বিমানের আন্তর্জাতিক ফ্লাইট সূচিতে জরুরি পরিবর্তন

অবশ্যই পরুন

ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনাকর পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাকিস্তানের আকাশসীমা পরিহার করে ফ্লাইট পরিচালনা করছে। এ পরিস্থিতিতে টরেন্টো, লন্ডন ও রোমগামী ফ্লাইটগুলোর সময়সূচিতে সাময়িক পরিবর্তন এনেছে সংস্থাটি।

শুক্রবার, ৯ মে থেকে ৩১ মে পর্যন্ত পরিবর্তিত সময়সূচি কার্যকর থাকবে। নতুন সময়সূচি অনুযায়ী:

ঢাকা-টরেন্টো ফ্লাইট (বিজি ৩০৫/৩০৬):
ঢাকা থেকে ফ্লাইট ছাড়বে বিকেল ৩টা ৪৫ মিনিটের পরিবর্তে বিকেল ৩টায়। তবে টরেন্টো থেকে ফ্লাইট ছাড়ার সময় অপরিবর্তিত থাকবে।

ঢাকা-লন্ডন ফ্লাইট (বিজি ২০১/২০২):
ঢাকা থেকে ফ্লাইট ছাড়বে সকাল ৭টা ৪০ মিনিটের পরিবর্তে সকাল ৭টায়। শুধুমাত্র বৃহস্পতিবার ফ্লাইট ছাড়বে সকাল ৮টা ৫০ মিনিটের পরিবর্তে সকাল ৮টা ১০ মিনিটে। লন্ডন থেকে ছাড়ার সময় অপরিবর্তিত থাকবে।

ঢাকা-রোম ফ্লাইট (বিজি ৩৫৫/৩৫৬):
ঢাকা থেকে ফ্লাইট ছাড়বে সকাল ১১টা ৩০ মিনিটের পরিবর্তে সকাল ১০টা ৪৫ মিনিটে। রোম থেকে ছাড়ার সময়েও কোনো পরিবর্তন আনা হয়নি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের এই পরিবর্তিত সময় অনুযায়ী যথাসময়ে চেক-ইন করার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

সর্বশেষ সংবাদ

চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন হালান্ড

চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আর্লিং হালান্ডে। সবকিছু ঠিক থাকলে আজ সাউদাম্পটন ম্যাচে মাঠে নামবেন এই নরওয়েজিয়ান। অ্যাঙ্কেলের...

এই বিভাগের অন্যান্য সংবাদ