spot_img

‘দেশ যুদ্ধের মধ্যে রয়েছে, ভয় পাচ্ছি’

অবশ্যই পরুন

‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানে হামলা চালায় ভারতীয় সেনা। ভারতের এই অপারেশন সিঁদুরের প্রশংসায় পঞ্চমুখ বলিউড তারকারাও। অক্ষয় কুমার থেকে আল্লু অর্জুন সবাই অপারেশন সিঁদুরকে কুর্ণিশ জানিয়েছেন। অন্যদিকে অপারেশন সিঁদুর নিয়ে গতকালই মুখ খুলেছেন অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। এই ঘটনায় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দেশের সেনাদের প্রশংসা করেছেন।

তবে আজ তার মুখে শোনা গেল ভয়ের কথা, আতঙ্কের কথা। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘দেশ যুদ্ধের মধ্যে রয়েছে, আমরা সবাই ভয়ে রয়েছি, ঘাবড়ে রয়েছি। আমাদের সেনারা আমাদের রক্ষা করছেন, ঈশ্বর ওনাদের রক্ষা করুন। প্রধানমন্ত্রী মোদি এই অপারেশনের নাম দিয়েছিলেন ‘অপারেশন সিঁদুর’। আমাদের দেশের মায়েদের সামনে, মেয়েদের সামনে তাদের স্বামীদের মেরে ফেলা হয়েছিল। রক্ত দিয়ে তার বদলা নেওয়া হল। দেশের সাফল্য প্রার্থনা করি।’

মঙ্গলবার মধ্যরাতে ‘অপারেশন সিঁদুর’ এর নামে পাকিস্তানে হামলা চালায় ভারত। হামলায় ১০০ বেশি মানুষ নিহত হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম জানায়। কাশ্মীরের পাহেলগাম কাণ্ডের ১৫দিনের মাথায় এ হামলা চালায় ভারত।

সর্বশেষ সংবাদ

আবদুল হামিদের দেশত্যাগ: তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের এক অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব...

এই বিভাগের অন্যান্য সংবাদ