spot_img

তাহলে ধোনি অবসরের সিদ্ধান্ত নেননি!

অবশ্যই পরুন

মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে প্রতি আইপিএলে নানা গুঞ্জন ওঠে। চলতি মৌসুম জুড়েও ছিল নানা জল্পনা-কল্পনা। অবশেষে চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি অধিনায়ক জানালেন, এ মৌসুম শেষেই ক্রিকেটকে বিদায় নয়!

বুধবার (৭ মে) ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয়ের পর তিনি নিজের অবসর নিয়ে কথা বলেছেন।

যদিও সম্প্রতি টসের সময় ড্যানি মরিসনের প্রশ্নে খানিক ধোঁয়াশা সৃষ্টি করেছিলেন ধোনি। চেন্নাইকে ৫টি শিরোপা জেতানো এই অধিনায়ক বলেছিলেন– ‘পরের ম্যাচে আসব কিনা, আমি জানি না।’ তখন ধারণা করা হচ্ছিল, এবার হয়তো অবসরে যাবেন ধোনি। কিন্তু আপাতত তা মনে হচ্ছে না।

গতকাল কলকাতাকে হারিয়ে ধোনি বলেন, এখনও অবসরের কথা ভাবিনি। আমার বয়স ৪৩ বছর, অনেকদিন ধরে খেলছি। সমর্থকেরা জানে না, এটা আমার শেষ ম্যাচ কিনা। আমি বছরে মাত্র দুই মাস খেলি। এবারের আইপিএল শেষ হলে আগামী ছয় থেকে আট মাস পর শরীর কী অবস্থায় থাকে, তা দেখে সিদ্ধান্ত নেব। আমার শরীর এমন চাপ নিতে পারছে কিনা, সেটা বুঝতে হবে।

চেন্নাই কাপ্তান আরও বলেন, এখনই আমার পক্ষে কিছু সিদ্ধান্ত নেয়া সম্ভব নয়। তবে আমি যেখানেই যাই, মানুষের ভালোবাসা ও সমাদর অনুভব করি।

চলতি আসরে মাত্র ৩টি ম্যাচ জিতেছে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই। আইপিএলের এবারের আসরে ১২ ইনিংসে ধোনি রান করেছেন ১৮০। যার বেশিরভাগ রানই এসেছে দলের হার অনেকটাই নিশ্চিত হয়ে যাওয়ার পর।

সর্বশেষ সংবাদ

মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৫

মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয় একটি বাস। এ ঘটনায় নিহত হয়েছেন অ্যাম্বুল্যান্সের ৫...

এই বিভাগের অন্যান্য সংবাদ